মোজাম্মেল, বন্ধুবর, আমাদের আড্ডা ও হাসি খেলায় তুই ছিলি সর্বদা প্রাণ প্রাচুর্যে ভরপুর, উচ্ছলতায় অতুলনীয় । সব কিছুতেই তোর পজিটিভ মনোভাব ছিল অনুকরণীয়, জীবন ও জীবিকার সংগ্রামে তুই ছিলি সবসময় অকুতোভয় । যে কোনো গুরু গম্ভীর আলোচনাও হতো আনন্দময়, থাকতো
বন্ধু by কায়ছার আলম সরকার
বন্ধু শুনতে কি পাও পুরোনো দিনের সেই গান, দূর বহুদূর হতে কাতর সেই আহবান| কত কথা কত ব্যাথা মনে হয়েছে জমা, যদি চাওতো বলতে পারি সেই গল্প নামা| সেই রোদেলা দুপুর সোনালী বিকেল গুলোতে, মোরা কজন মেতেছিনু হাসি খেলা আড্ডাতে|