কালের আবর্তে আবার মহান একুশের মাস-এ আমরা। তাই ভাষা আন্দোলনের ইতিহাসকে সামনে রেখে “চর্যাপদ”-এর এই বিশেষ সংখ্যা। সবার অংশগহনের মাধ্যমে এই উদ্যোগ মহান একুশের চেতনা-কে সমৃদ্ধ করুক এই প্রত্যাশা।
ভূমিকা – বিজয় দিবস ২০১৫
এটি ‘চর্যাপদ’ -এর বিশেষ সংখ্যা -বিজয় দিবস ২০১৫ উপলক্ষে। সাজানো হচ্ছে – প্রবাসী বাংলাদেশী-দের কিছু নিজস্ব আয়োজন, শিল্প-সাহিত্য চর্চা আর নবীন প্রজন্মের আঁকা কিছু ছবি দিয়ে। সঙ্গে থাকবে স্বাধীনতার উপরে রচিত কিছু প্রখ্যাত কবিতা, ছবি আর রচনা – – –
স্বাগতম – যাত্রা শুরু
On Line উপস্থিতি এই প্রথম হলেও BCF- এর সাহিত্য ম্যাগাজিন – হিসাবে “চর্যাপদ”- এর রয়েছে গৌরবময় অতীত। ১৯৯৭-এ গঠনের পর BCF তাদের মাগাজিন – “চর্যাপদ”-এর মাধ্যমে একাধিক সময়ে বিভিন্ন আঙ্গিকে ( যেমন-‘দেয়াল পত্রিকা’হিসাবে) নিউক্যাসেল প্রবাসী বাংলাদেশীদের সাহিত্য চর্চার সফল উপস্থাপন