কবিতার শহর
– by আমিনুল ইসলাম
নিউক্যাসল কবিতার শহর
এখানে গাংচিল ঠোট দিয়ে
কবিতা উল্টায়,
অন্ধকারে কবিরা শব্দ খোঁজে ।।
নিউক্যাসেল কবিতার শহর,
এখানে গাংচিল বয়ে আনে
বর্ণ মালার মিছিল,
উচ্চারিত হয় লাল সবুজের পতাকার
অবিনাশী গান ।।
নিউক্যাসেল কবিতার শহর,
এখানে গাংচিল বয়ে আনে
সবুজ বসন্ত,
স্বপ্ন ছড়ায় প্রতিটি উঠোনে।
======================
কবিতার শহর – by আমিনুল ইসলাম