বন্ধু শুনতে কি পাও পুরোনো দিনের সেই গান,
দূর বহুদূর হতে কাতর সেই আহবান|
কত কথা কত ব্যাথা মনে হয়েছে জমা,
যদি চাওতো বলতে পারি সেই গল্প নামা|
সেই রোদেলা দুপুর সোনালী বিকেল গুলোতে,
মোরা কজন মেতেছিনু হাসি খেলা আড্ডাতে|
সময় উড়ে যেত পাখির চেয়েও দ্রুত,
সন্ধ্যা গড়িয়ে টিএসসিতে নামতো আধার রাত।
শেষ হয়েও হতো না শেষ মোদের আড্ডাবাজী,
পড়াশুনাতে চলতো শুধু শুধুই ফাকিবাজী।
বিকেল হলেই মনটা করত আনচান,
কখন যে দেখা হবে বন্ধু সোনাচান।
জানি না কখন যে কি হলো বন্ধু,
পার হয়ে এলাম আমি সিন্ধু|
সেই সোনালী দিন গুলো আজ ঢাকা স্মৃতির চাদরে,
জীবনের তাগিদে ব্যস্ত আমি আজ ভিনদেশী নগরে।
জানি আজো ঘুরছে তোমাদের আড্ডার চাকা,
মোর আসনটিও পড়ে নেই আজ ফাঁকা।
বন্ধু বিহীন বিলাসী নগরে হৃদয়ের আসন খালি,
রক্তাক্ত হৃদয় আজো খুঁজে ফিরে সেই প্রিয় মুখ গুলি।