বিজয় দিবসের সংগ্রাম
by- কায়ছার আলম সরকার
—————————-
ওহে ভাই ও বোনেরা, শুনতে কি পাও নুতন দিনের আগমন
একাত্তরের লক্ষ লক্ষ প্রান ডাকছে তোমাদেরকে, বজ্র সেই আহ্বান,
মায়ের বুক খালি হওয়ার বেদনা, বোনের সম্ভ্রম হারানোর ব্যথা
লক্ষ লক্ষ প্রানের আত্মত্যাগ হয়ে যাবে কী আজ বৃথা
সোনার দেশ গড়ার স্বপ্ন কী ৪৫ বছরেও রয়ে যাবে আধরা।
স্বাধীনতা যুদ্ধকে নিতে হবে আজকে আধুনিক সোনার বাংলা গড়ার স্বপ্নে
আর কাণ্ডারি তোমরাই কঠিন ও অতি আকাংখিত সেই বিপ্লবে,
হতে হবে যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, দেশ ও স্বাধীনতা রক্ষার আঙ্গিকারে।
দু মুঠো ভাত, কাপড় এক টুকরা
এক চিলতে মাথা গোঁজার ঠাই
কচি কচি পায়ে স্কুলে যাওয়া,
অসুখ বিসুখে একটু চিকিৎসার ভরসা
বুক ফুলিয়ে নিজের কথা বলতে পারা
দেশকে নিজের করে ভাবতে পারা
এইতো মোদের স্বপ্ন সর্বদা।
থাকবে না কোন অন্যায়, অত্যাচার, অবিচার, শোষণ
জুলুম, লুটতারাজ, খুন রাহাজানি, ধর্ষণ
দূর হয়ে যাবে মানুষে মানুষে, ধনী গরীবে ব্যাবধান
সব ধর্মের মানুষের, নারী ও পুরুষের আধিকার থাকবে সমান,
সবাই মোরা আপনার আপন, ভাই ভাই বোনে বোনে হয়ে যাবে মিলন
এইতো মোদের চাওয়া সর্বক্ষণ।
গুটি কতেক হায়েনার কাছে বাংলার কোটি মানুষের স্বপ্ন
হতে পারে না পারে না লুন্টীত ও ধুলিস্মাত,
তোমাদের কে হতে হবে অতন্দ্র প্রহরি সজাগ সচেতন
দেশীয় শয়তান, বিজাতীয় ষড়যন্ত্র সব চিনে নিতে হবে বিচক্ষণ
বুদ্ধিতে ও পরিশ্রমে সবাইকে করতে হবে পরাভূত।
জয়ের অগ্রযাত্রা চলবেই চলবে বিলক্ষণ
হারিয়ে যাবে না আমাদের সাধ, আমাদের স্বপ্ন
আধুনিক সোনার বাংলাদেশ গড়ব মোরা গড়বোই,
আমরা সংগ্রাম করবো করবোই সেই লক্ষে অবিচল
আমাদের সংগ্রাম চলছেই চলবে অনন্তকাল।
নিউকাসল, ১৬ ডিসেম্বার ২০১৬