এমন যদি হতো
উঠোন থেকে পা বাড়ালেই
কোকিল ডাকা বাঁশ বন,
তারই পাশে দূরন্ত সেই মধুমতি
যেখানে এক কিশোরী বধূ
বিজলি হাসির ঝলক দিয়ে
কলসি কাঁকে জলের ঘটে যায়।
এমন যদি হতো
উঠোন থেকে পা বাড়ালেই
দিগন্ত ঘেরা মাঠ,
যেখানে ক্লান্ত রাখাল
গরুর পাল নিয়ে
বাঁশের বাঁশি অথবা
ভাটিয়ালির সুরে সুরে
প্রিয়ার বুক কাঁপিয়ে ঘরে ফেরে।
এমন যদি হতো
উঠোন থেকে পা বাড়ালেই
কাজল দীঘির ঘাট,
রুপালি রাতের দীঘির জলে
তারা ভরা পূর্ণিমার আকাশ
যেথায় শেওলার সাথে
চির বিরহের গল্প বলে।
আমার অস্তিত্বের সিঁড়ি গুলো
আমাকে ফিরিয়ে দাও,
জীবনান্দের রূপসী বাংলা
অথবা সুরবালার দেশে
আমায় নিয়ে যাও।
সুরবালার দেশে by আমিনুল ইসলাম