প্রথম নিউক্যাসেল বাংলা স্কুল -এর গৌরবময় স্মৃতি রোমন্থন-ভাষা দিবসে =>
প্রবাসের ব্যস্ততার মাঝেও, কলি ভাবি, জামিল খান ,আবুল কাশেম, অনুরিনা, আমিনুল ইসলামসহ আরো অনেকের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে উঠে এই স্কুল।
স্কুল-এর শিক্ষিকা কলি ভাবি, এখনো নিউক্যাসেল-এ, শিক্ষার্থী – নাবিল , মৃদুলা, শ্রুতি, জেরিন – uni student, মনিকা মেডিকেলে, সারাহ ফার্মাসিস্ট, রিমি চাকুরিজীবি.. সবাই ছড়িয়ে ছিটিয়ে জীবন এবং জীবিকার প্রয়োজনে। … তবুও ১৯৯৭/৯৮ -এর এই স্কুল-এর অনানুষ্ঠানিক অথচ গৌরবজ্জ্বল পদচারণা – বাংলা ভাষার প্রতি প্রবাসীদের অকৃত্রিম ভালবাসার ইতিহাস বলে যাবে।
প্রথম নিউক্যাসেল বাংলা স্কুল-১৯৯৭